মানব মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়া ঠেকাতে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা আরোপ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ইমিগ্রেশন এলাকার যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনতে দেখা যায়, যেখানে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য স্ক্যানিংয়ের মাধ্যমে গমনাগমন করা হচ্ছে।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি ভারতের কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে। করোনা প্রতিরোধে যেমন ব্যাপক পরীক্ষা চালানো হয়, একইভাবে এইচএমপিভি রোধেও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দর দিয়ে পণ্য পরিবহনে নিয়োজিত চালক ও সহকারীদেরও স্ক্যানিংয়ের আওতায় রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বলেন, ভারতের সংক্রমণের প্রেক্ষিতে বাংলাদেশেও ঝুঁকি বাড়ছে। যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি, জনবহুল এলাকায় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো সাবধানতা অবলম্বন করলে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি ভারতের কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে। করোনা প্রতিরোধে যেমন ব্যাপক পরীক্ষা চালানো হয়, একইভাবে এইচএমপিভি রোধেও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দর দিয়ে পণ্য পরিবহনে নিয়োজিত চালক ও সহকারীদেরও স্ক্যানিংয়ের আওতায় রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বলেন, ভারতের সংক্রমণের প্রেক্ষিতে বাংলাদেশেও ঝুঁকি বাড়ছে। যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি, জনবহুল এলাকায় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো সাবধানতা অবলম্বন করলে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব।