টেলিভিশনের পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। আতিক জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটিতে’ অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় যাত্রা শুরু করেন। এর পর থেকে তার অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে জয় করেছেন অসংখ্য দর্শকের হৃদয়।
সম্প্রতি জোভান অভিনীত নাটক ‘বিয়ের গন্ডগোল’-এ তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। মাসরিকুল আলমের পরিচালনায় নির্মিত এই নাটকে জোভানকে দেখা গেছে অনিক চরিত্রে, আর তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন তটিনী।
নাটকের গল্পে দেখা যায়, অনিকের মা মনিরা বেগম একজন মানসিক চাপগ্রস্ত নারী, যিনি সামান্য ঘটনায় আত্মহত্যার হুমকি দেন। বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলে, প্রেমিকা থাকা সত্ত্বেও মায়ের ভয়ে সে কিছু বলার সাহস পায় না।
অন্যদিকে, তন্দ্রার নিজেরও একজন প্রেমিক রয়েছে, তবে তার বাবা অত্যন্ত কঠোর। তার বিরুদ্ধে কথা বলার সাহস এলাকাবাসীর কারোরই নেই, আর তন্দ্রা তো স্বভাবেই ভীতু। বাধ্য হয়ে সেও বিয়েতে রাজি হয়।
এ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, এবং মিলি বাশার। প্রযোজনায় ছিলেন এসকে সাহেদ আলী পাপ্পু।
সম্প্রতি জোভান অভিনীত নাটক ‘বিয়ের গন্ডগোল’-এ তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। মাসরিকুল আলমের পরিচালনায় নির্মিত এই নাটকে জোভানকে দেখা গেছে অনিক চরিত্রে, আর তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন তটিনী।
নাটকের গল্পে দেখা যায়, অনিকের মা মনিরা বেগম একজন মানসিক চাপগ্রস্ত নারী, যিনি সামান্য ঘটনায় আত্মহত্যার হুমকি দেন। বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলে, প্রেমিকা থাকা সত্ত্বেও মায়ের ভয়ে সে কিছু বলার সাহস পায় না।
অন্যদিকে, তন্দ্রার নিজেরও একজন প্রেমিক রয়েছে, তবে তার বাবা অত্যন্ত কঠোর। তার বিরুদ্ধে কথা বলার সাহস এলাকাবাসীর কারোরই নেই, আর তন্দ্রা তো স্বভাবেই ভীতু। বাধ্য হয়ে সেও বিয়েতে রাজি হয়।
এ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, এবং মিলি বাশার। প্রযোজনায় ছিলেন এসকে সাহেদ আলী পাপ্পু।