ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আন্তরিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা নিকটবর্তী কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বাধীন ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় আড়াই ঘণ্টার এ আলোচনায় শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরে আমি আনন্দিত।"
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় ইউরোপে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে, যা তাদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যেই বুলগেরিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে তাদের ভিসা সেন্টার স্থানান্তর করেছে। অন্যান্য দেশও এ প্রক্রিয়া অনুসরণ করলে উভয়পক্ষই লাভবান হবে।
বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক দুর্নীতি, এবং গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও প্রতিনিধিদের অবহিত করেন অধ্যাপক ইউনূস।
ইইউ প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বাধীন ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় আড়াই ঘণ্টার এ আলোচনায় শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরে আমি আনন্দিত।"
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় ইউরোপে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে, যা তাদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যেই বুলগেরিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে তাদের ভিসা সেন্টার স্থানান্তর করেছে। অন্যান্য দেশও এ প্রক্রিয়া অনুসরণ করলে উভয়পক্ষই লাভবান হবে।
বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক দুর্নীতি, এবং গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও প্রতিনিধিদের অবহিত করেন অধ্যাপক ইউনূস।
ইইউ প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন।