সিরিয়ার ক্ষমতার মঞ্চে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের ক্রমাগত অগ্রযাত্রার মুখে রাজধানী দামেস্ক ছেড়ে ব্যক্তিগত বিমানে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে এ তথ্য প্রকাশিত হয়। এর আগেই বিদ্রোহী গ্রুপগুলো দামেস্কে প্রবেশের ঘোষণা দেয়। তাদের প্রতিরোধে ব্যর্থ হয়ে সিরীয় সামরিক বাহিনী আত্মসমর্পণ করে, ফলে বাশার আল আসাদের পক্ষে পালানো ছাড়া কোনো উপায় ছিল না।
এই ঘটনাগুলোর পর রাতারাতি পাল্টে যায় সিরিয়ার চিত্রপট। বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানীসহ দেশটির বিভিন্ন অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। বিদ্রোহী জোটের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম সিরিয়াকে মুক্ত ঘোষণা করে। মাত্র তিনটি বড় শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাশার আল আসাদ দেশত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলার ফলে বিভক্ত সিরিয়ায় এ ঘটনাগুলো নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত চার বছর ধরে দেশটি একটি জটিল অচলাবস্থায় ছিল। তবে গত দেড় সপ্তাহের ঘটনাপ্রবাহ এ পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
এই ঘটনাগুলোর পর রাতারাতি পাল্টে যায় সিরিয়ার চিত্রপট। বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানীসহ দেশটির বিভিন্ন অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। বিদ্রোহী জোটের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম সিরিয়াকে মুক্ত ঘোষণা করে। মাত্র তিনটি বড় শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাশার আল আসাদ দেশত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলার ফলে বিভক্ত সিরিয়ায় এ ঘটনাগুলো নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত চার বছর ধরে দেশটি একটি জটিল অচলাবস্থায় ছিল। তবে গত দেড় সপ্তাহের ঘটনাপ্রবাহ এ পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে।