সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

চার দিনের লড়াই শেষে ডেঙ্গুতে প্রাণ হারালো ছোট্ট রিফাহ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৬:১৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪০:৫২ অপরাহ্ন
চার দিনের লড়াই শেষে ডেঙ্গুতে প্রাণ হারালো ছোট্ট রিফাহ
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি প্রভাতি শাখার তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী রিফাহ নানজিবা। ২২ নভেম্বর (শুক্রবার) আকস্মিকভাবে সে জ্বরে আক্রান্ত হয়। পরিবারের ধারণা ছিল এটি সাধারণ ভাইরাস জ্বর। তবে পরদিন ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে দ্রুত ভর্তি করা হলেও মাত্র চারদিনের ব্যবধানে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেই থেমে যায় রিফাহ’র হৃদস্পন্দন।

ছোট্ট এই শিশুটির অকাল মৃত্যুতে তছনছ হয়ে গেছে তার বাবা রায়হানুল হকের পরিবার। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিফাহ ছিল খুবই প্রতিভাবান। সে ছবি আঁকায় পারদর্শী ছিল এবং নিয়মিত নামাজ-তসবিহ আদায় করত। পড়াশোনায়ও ছিল এগিয়ে। বাবা আদর করে তাকে ডাকতেন ‘পরি’ নামে। তার এমন হঠাৎ বিদায়ে কেউই মানতে পারছে না। আত্মীয়-স্বজনের মুখে একই প্রশ্ন: ‘কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলো রিফাহ?’

রিফাহ’র বাবা রায়হানুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এটুআই প্রোগ্রামের একজন কনসালট্যান্ট। তিনি জানান, শুক্রবার থেকে রিফাহর জ্বর শুরু হয়। শনিবার সন্ধ্যার মধ্যেই তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের নির্দেশনায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার থেকে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

সোমবার সকালে তার প্রেসার নেমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। যদিও বিকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল, রাত থেকেই তার অবস্থা অবনতির দিকে যায়। বাবার কথায়, “আমার মেয়ে বারবার পানি চাইছিল, আমরা তাকে সামান্য পানি দিয়ে ঠোঁট ভেজাতাম। তার কষ্ট সহ্য করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালেই আমাদের ‘পরি’ চলে গেলো।”

রিফাহ’র বাবা আরও জানান, তার দুই মেয়ের মধ্যে রিফাহ বড়। ছোট মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। বড় মেয়ের অকাল প্রয়াণে তার মা একেবারে ভেঙে পড়েছেন। তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৭। একই দিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮৬ জন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ