গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ওপেনএআইয়ের বিরুদ্ধে এ হামলা দায়ের করা হয়। মামলায় ওপেনএআইয়ের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি কোম্পানির লেখক, ভিজুয়াল আর্টিস্টিট, মিউজিক প্রকাশক এবং অন্যান কপিরাইট মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওপেনএআইয়ের প্রধান পৃষ্ঠপোষক মাইক্রোসফট।
এক বিবৃতিতে টরস্টার, পোস্টমিডিয়া, দ্য গ্লোব এন্ড মেইল, দ্য কানাডিয়ার প্রেস এবং সিবিসি/রেডিও-কানাডা জানিয়েছে, ওপেনএআই প্রকৃত মালিকের কাছে থেকে অনুমতি ছাড়াই বিভিন্ন কনটেন্ট তৈরি করে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনস্বার্থেই সাংবাদিকতা। কিন্তু ওপেনএআই তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থের জন্য অন্য কোম্পানির সাংবাদিকতার তথ্য ব্যবহার করছে না। এটা সম্পূর্ণ অবৈধ।
গত ৭ নভেম্বর নিউইয়র্কের একজন ফেডারেল বিচারক ওপেনএআইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ করে দিয়েছেন। সেখানে বলা হয়েছিল নিউজ আউটলেট অল্টারনেটের একটি নিজস্ব স্টোরির অপব্যবহার করেছে ওপেনএআই।
অন্টারিও’র সুপ্রিম কোর্টের বিচারকের কাছে ৮৪ পৃষ্টার ওই অভিযোগে কানাডার পাঁচটি মিডিয়া কোম্পানি ওপেনএআইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এছাড়া এই প্রতিষ্ঠানটির ওপর তারা এমন একটি নীতি আরোপের দাবি জানিয়েছেন যাতে অনুমতি ছাড়া ওপেনএআই কোনো কনটেন্ট ব্যবহার করতে না পারে।
এদিকে ওপেনএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি মডেল তৈরি করেছে যেখানে সবকিছু স্বচ্ছভাবেই পরিচালিত হয়। এবং আন্তর্জাতিক কপিরাইট নীতিমালা সম্পর্কে তাদের স্বচ্ছ অবস্থান রয়েছে।
এক বিবৃতিতে টরস্টার, পোস্টমিডিয়া, দ্য গ্লোব এন্ড মেইল, দ্য কানাডিয়ার প্রেস এবং সিবিসি/রেডিও-কানাডা জানিয়েছে, ওপেনএআই প্রকৃত মালিকের কাছে থেকে অনুমতি ছাড়াই বিভিন্ন কনটেন্ট তৈরি করে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনস্বার্থেই সাংবাদিকতা। কিন্তু ওপেনএআই তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থের জন্য অন্য কোম্পানির সাংবাদিকতার তথ্য ব্যবহার করছে না। এটা সম্পূর্ণ অবৈধ।
গত ৭ নভেম্বর নিউইয়র্কের একজন ফেডারেল বিচারক ওপেনএআইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ করে দিয়েছেন। সেখানে বলা হয়েছিল নিউজ আউটলেট অল্টারনেটের একটি নিজস্ব স্টোরির অপব্যবহার করেছে ওপেনএআই।
অন্টারিও’র সুপ্রিম কোর্টের বিচারকের কাছে ৮৪ পৃষ্টার ওই অভিযোগে কানাডার পাঁচটি মিডিয়া কোম্পানি ওপেনএআইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এছাড়া এই প্রতিষ্ঠানটির ওপর তারা এমন একটি নীতি আরোপের দাবি জানিয়েছেন যাতে অনুমতি ছাড়া ওপেনএআই কোনো কনটেন্ট ব্যবহার করতে না পারে।
এদিকে ওপেনএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি মডেল তৈরি করেছে যেখানে সবকিছু স্বচ্ছভাবেই পরিচালিত হয়। এবং আন্তর্জাতিক কপিরাইট নীতিমালা সম্পর্কে তাদের স্বচ্ছ অবস্থান রয়েছে।