রাজধানীর বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবং মার্কেট বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ৪০ মিনিট শপিংমলের সামনের রাস্তা অবরোধ করেন তারা। এর ফলে আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। এ সময় যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দোকান মালিক ও শ্রমিকরা দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। তবে আধা ঘণ্টা পর তারা ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
দায়িত্বরত আরেক কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, শপিংমলের একটি মোবাইলের দোকানে চুরির অভিযোগ পাওয়া যায়। কিন্তু এ নিয়ে মার্কেট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে শপিংমল বন্ধ ঘোষণা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন।
অবরোধ দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১টা ২০ মিনিটে শেষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ৪০ মিনিট শপিংমলের সামনের রাস্তা অবরোধ করেন তারা। এর ফলে আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। এ সময় যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দোকান মালিক ও শ্রমিকরা দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। তবে আধা ঘণ্টা পর তারা ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
দায়িত্বরত আরেক কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, শপিংমলের একটি মোবাইলের দোকানে চুরির অভিযোগ পাওয়া যায়। কিন্তু এ নিয়ে মার্কেট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে শপিংমল বন্ধ ঘোষণা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন।
অবরোধ দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১টা ২০ মিনিটে শেষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।