সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

বশেফমুবিপ্রবিতে নবায়নযোগ্য শক্তির অগ্রযাত্রা: অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ১০:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ১০:২৬:২৬ অপরাহ্ন
বশেফমুবিপ্রবিতে নবায়নযোগ্য শক্তির অগ্রযাত্রা: অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) নবায়নযোগ্য শক্তি গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে। রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টারের (আরইআরসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ল্যাব রুমে রবিবার (২৬ মে) উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন করেন।
 
ইইই বিভাগের প্রভাষক ও আরইআরসি-এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুল হকের তত্ত্বাবধানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই প্রকল্পটি সম্পন্ন করেছে। এতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী তানভীর আহাম্মেদ দ্বীপ, রেদোয়ান বিন আকরাম, সামাতুন মীম, মো. তানভীর ও জাহিদা আক্তার জীম নেতৃত্বে ছিলেন। প্রথম ব্যাচের রাবেয়া খান, আমান উল্ল্যাহ এবং দ্বিতীয় ব্যাচের নাদিরা ফারজানা কো-মেন্টর হিসাবে সহযোগিতা করেছেন।
 
শিক্ষার্থীদের তৈরি এই অফ গ্রিড সোলার সিস্টেম ০.৫ কিলোওয়াট ডিসি এবং এসি উভয় লোডে চলতে সক্ষম। এটি সারাদিন এবং রাতে ৪-৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। 
 
প্রকল্পে অংশ নেওয়া শিক্ষার্থী মোঃ কায়কোবাদ নিপু বলেন, "আমাদের এই প্রজেক্টটিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিশ্বে দ্রুত অনবায়নযোগ্য শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের এই অফ গ্রিড সোলার সিস্টেমটি বিকল্প হিসেবে অত্যন্ত উপযোগী।"
 
উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, "আমরা এখন যেসব উৎস থেকে শক্তি পেয়ে থাকি তা এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু নবায়নযোগ্য শক্তি থেকেই যাবে। তাই এ বিষয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনীয়তার নীরিখে ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
তিনি আরো বলেন, সরকার এ বিষয়টির উপর বেশ জোর দিচ্ছে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে এটি ব্যবহার কবরা হচ্ছে। ভবিষ্যতে গ্রিডে ব্যবহারের জন্য বিকল্প পদ্ধতিতে নেট মিটারিং সিস্টেম চালু করতে হবে। আজ অফ গ্রিড সোলার সিস্টেম এরই অংশ।’ 
 
ভবিষ্যতে এটি বড় আকারে চালু করার কথাও জানান তিনি। ।"
 
উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ