মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ: চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ: চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ মে) এ তথ্য নিশ্চিত করেন শাহপরান হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সাজ্জাতুল ইসলাম (সিফাত), মাহফুজুল আলম, রাকিবুল হাসান এবং সৈয়দ সাকিবুর রহমান। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদার অনুসারী। সৈয়দ সাকিবুর রহমান নিজেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন।

গত ১৩ মে রাতে অন্য হলের কিছু শিক্ষার্থী এসে শাহপরান হলের ২২৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্রদের হল থেকে বের করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে হলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্ট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রাথমিক তদন্তে চার শিক্ষার্থী দোষী প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিজেদের হলে ও অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবেন না।

অধিকতর তদন্তের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেজিস্ট্রারের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, শাহপরান হলে ১৩ মে রাত ১১টায় আকস্মিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ