মোহাম্মদ মোখবার ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সম্মতিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সোমবার (২০ মে) ইরানের গার্ডিয়ান কাউন্সিল ঘোষণা দিয়েছে।
ইরানের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। এর ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।
এক বিবৃতিতে খামেনি বলেন, মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইনসভা ও বিচারবিভাগীয় প্রধানদের সঙ্গে মিলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করবেন।
২০২১ সালের আগস্টে ইরানের রাষ্ট্রপতি হন ইব্রাহিম রাইসি। তার পরপরই খামেনির অনুমোদন নিয়ে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে মোহাম্মদ মোখবার ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর এবং সিতাদের প্রেসিডেন্ট হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেন, যা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট।
রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে তাদের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
সোমবার ইরানের কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনায় পতিত হয়ে শহীদ হয়েছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও নিহত হন।