মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর সু-শৃঙ্খল দেশ ও সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভুমিকা অনস্বীকার্য।পরিবারের কেউ যাতে মাদকের সাথে জড়াতে না পারে সে ব্যাপারে পরিবার তার সন্তানদের ছোট থেকেই ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে গড়ে তোলা অত্যন্ত জরুরী।ধর্মীয় শিক্ষার পাশাপাশি পরিবারের বন্ধন শক্তিশালী করার জন্য কাজের ফাঁকে সন্তানদের সময় দেয়া এবং তাদের নিয়মিত খোঁজ-খবর নেয়ার মাধ্যমেই একটি সুষ্ঠ সুন্দর পারিবারিক ভিত্তি তৈরী করা সম্ভব হয়।সন্তানদের ভাল বন্ধুদের সাথে মিশতে দেওয়া,নবী রাসুলদের জীবনী বইপড়া,খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড ও সুস্থ বিনোদন ব্যবস্থার অভ্যাস গড়ে তোলার জন্য মা-বাবার ভুমিকাও গুরুত্বপূর্ণ।সন্তানের সামনে মা বাবার অশালীন ও অপ্রীতিকর ব্যবহার,দ্বন্ধ না করে ধর্মীয় রীতিনীতি উভয়ের সুন্দর আচরণ এবং সংযত ব্যবহার সন্তানদের সুন্দর সমাজ গঠনের শিক্ষা দেয়। আর এ শিক্ষা ও গ্রহনের সূতিকাগার হচ্ছে একমাত্র ধর্মীয় শিক্ষা ও নীতি নৈতিকতা। প্রতিটি সন্তানদের যদি নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনে তৈরি করা যায় তাহলেই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরী করা এবং সমাজের অপরাধ প্রবনতা অনেকাংশেই হ্রাস করা যাবে।শুধু শিক্ষা অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ তৈরি হয় না তার জন্য নৈতিক ও সু-শিক্ষার প্রয়োজন হয়।আর এ শিক্ষাটি হচ্ছে একমাত্র ধর্মীয় শিক্ষা।ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেশপ্রেম, মা মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ তৈরি হয়।দূর্জন ব্যক্তি শিক্ষিত হয়ে আত্বকেন্দ্রীক হয় তার কোন সমাজের প্রতি দায় থাকে না।এদের সহায়তায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ও দূর্নীতির দুর্গ গড়ে উঠে।তাই প্রতিটি পরিবার যেন তার সন্তানদের প্রতি গভীর পর্যবেক্ষণ রেখে তাদের স্ব স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে পরিবার দেশ সমাজকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলে এটা হোক আমাদের সময়ের দাবী।
সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই
- আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০১:১৮:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০১:২০:৪৫ পূর্বাহ্ন
- মোঃ নূর হোসেন -
নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ