মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

তীব্র তাপদাহে গাছের নিচে অভিভাবকদের বসার ব্যবস্থা করে প্রশংসিত

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:০১:১৭ পূর্বাহ্ন
তীব্র তাপদাহে গাছের নিচে অভিভাবকদের বসার ব্যবস্থা করে প্রশংসিত
তীব্র তাপদাহের মধ্যেই চলছে গুচ্ছের ভর্তি পরীক্ষা। তাই বিষয়টি মাথায় আগত ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য রেখে ক্যাম্পাসের বিভিন্ন ছায়াযুক্ত স্থানে বসার ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন । এ নব উদ্যোগে কিছুটা স্বস্তি মেলায় আগত ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে বেশ প্রশংসিত হচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
আজ (০৩ মে)   ক্যাম্পাস ঘুরে দেখা যায় জামতলা, বাগান সহ বিভিন্ন ছায়া যুক্ত স্থান সুন্দর ও পরিপাটি করে বসার ব্যবস্থা করেছ। সাথে বসার জন্য চেয়ারও দেওয়া হয়েছে। এছাড়া সুপেয় পানি ও জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিমও কাজ করছে।
 
ভর্তি পরীক্ষা উপলক্ষে সবুজ এ ক্যাম্পাসকে নতুন করে ডেলে সাজানো হয়েছে। ক্যাম্পাসে রাস্তা দু পাশের সবুজ রং নিয়ে দাঁড়িয়ে থাক দেবদারু গাছ সহ বসার স্থাননের গাছগুলোকে লাল সাদা রং করা হয়েছ। যা ক্যাম্পাসের শোভা বাড়িয়েছে অন্য দিকে তিব্র গরমে গাছের শীতল ছায়ায় বসে স্বস্তিও মিলছে। এতেই আগত ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের মন ছুয়েছে। ফলে প্রসংশাও করছে।
 
এক অভিবাবক বলেন, 'ছেলের পরীক্ষা দিবে তাই সাথে এসেছি। কেমন পরীক্ষা দিবে তানিয়ে একটু চিন্তা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এ সবুজ ক্যাম্পাস দেখতে বেশ সুন্দর। সবচে ভালো লাগছে এই রোদ আর গরমের মধ্যে গাছে নিচে এতো সুন্দর করে বসার ব্যবস্থা করেছ। সত্যি এটা প্রসংসার দাবীদার।'
 
আরেক অভবাবক জানান, প্রায় পরীক্ষার্থীদের সাথেই তার অভিভাবকরা এসেছে। এত সংখ্যক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক কথাও মাথায় রেখে এত সুন্দর একটা আয়োজন করেছে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। সবশেষে বলতে চাই আমার সন্তান যেন এমন একটি বিশ্ববিদ্যালয় পড়তে পারে এটি হবে আমার বড় তৃপ্তি। 
 
তীব্র তাপদাহের বিষয়টি মাথায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ