দেশের প্রায় সকল বিভাগে আগামী তিন দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তীতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।