তিব্রতাপদহে রাজধানীতে এক দিনমজুরের মৃত্যু
- আপলোড সময় : ২৬-০৪-২০২৪ ১২:০৪:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৫-২০২৪ ১১:১০:১৭ পূর্বাহ্ন
রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমে এক অজ্ঞাত দিনমজুরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো: জহুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত দিনমজুর গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডিকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। তা ছাড়া ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলেও মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ