মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

ফেরদৌস অতিথি হিসাবে নিউ ইয়র্কে মৌসুমীর বাসায়

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৯:০৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৪০:০১ অপরাহ্ন
ফেরদৌস অতিথি হিসাবে নিউ ইয়র্কে মৌসুমীর বাসায়
দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’ হলো নিউ ইয়র্কে।চিত্রনায়ক ও এমপি ফেরদৌস আহমেদ সেখানে উদ্বোধন করতে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান। আর সেখানে গিয়েই পুরনো বন্ধু, সহঅভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমীর সাথে দেখা! সে গল্প লিখে শেয়ার করেছেন ফেসবুকে।
 
এখন নিউ ইয়র্কেই থাকেন মৌসুমী। পুরনো বন্ধু সেই শহরে যাচ্ছেন, আর তাদের দেখা হবে না তা কী হয়! তাই এই অভিনেত্রী নিজের বাড়িতেই ফেরদৌসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নিজ হাতে রান্না করেও খাইয়েছেন! এমন গল্পই ফেরদৌস ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সাথে।
 
নিউ ইয়র্কে মৌসুমীকে পেয়ে উচ্ছ্বসিত এই নায়ক বেশ কয়েকটি স্থিরচিত্রও শেয়ার করেছেন ফেসবুকে। যেগুলোতে মৌসুমীর বাসায় আপ্যায়নের মুহূর্তগুলোই ধরা পড়েছে।
 
ছবি শেয়ার করে ফেরদৌস সোমবারে লিখেন, “মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা। নিউ ইয়র্কে। কী যে ভাল লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারবো না।”
 
এসময় ফেরদৌস বলেন, “মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললো! আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা,কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে, এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।” 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ