এখন নিউ ইয়র্কেই থাকেন মৌসুমী। পুরনো বন্ধু সেই শহরে যাচ্ছেন, আর তাদের দেখা হবে না তা কী হয়! তাই এই অভিনেত্রী নিজের বাড়িতেই ফেরদৌসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নিজ হাতে রান্না করেও খাইয়েছেন! এমন গল্পই ফেরদৌস ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সাথে।
নিউ ইয়র্কে মৌসুমীকে পেয়ে উচ্ছ্বসিত এই নায়ক বেশ কয়েকটি স্থিরচিত্রও শেয়ার করেছেন ফেসবুকে। যেগুলোতে মৌসুমীর বাসায় আপ্যায়নের মুহূর্তগুলোই ধরা পড়েছে।
ছবি শেয়ার করে ফেরদৌস সোমবারে লিখেন, “মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা। নিউ ইয়র্কে। কী যে ভাল লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারবো না।”
এসময় ফেরদৌস বলেন, “মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললো! আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা,কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে, এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।”