সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী প্রভা জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন হাসিনা ও রেহানার ক্যাশিয়ারদের বিষয়ে জানালেন আইন উপদেষ্টা বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস বিশ্বজুড়ে স্বৈরাচারের পতনের নতুন যুগ ৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক সিরিয়ার ক্ষমতা এখন কার হাতে যাবে ?

ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের নতুন কমিটি অভিষেক

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১১:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৩:৩৪ অপরাহ্ন
ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের নতুন কমিটি অভিষেক
ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ এপ্রিল পুর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজের বিভিন্ন শহর থেকে কমিটির নেতৃবৃন্দ এবং হাসপাতালের দাতা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকের নতুন কার্যকরী কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সম্পাদক ও হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিসবাহ জামাল ও কমিটির নতুন সেক্রেটারি শিক্ষাবীদ মনসুর আহমেদ খান।

কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নাম পড়ে শোনান এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকে স্টেজ এনে পরিচয় করিয়ে দেন।

নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব উদ্দিন চৌধুরী, বজলুর রশিদ এমবিই। ভাইস চেয়ারম্যান যথাক্রমে ডঃ আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মানিক মিয়া, মিছবাহ জামাল, মোহামেদ ইছবাহ উদ্দিন, মনজির আলী, মহিবুর রহমান মুহিব, শামসুল ইসলাম সেলিম, মোহাম্মদ আব্দাল মিয়া, আশিক চৌধুরী।

জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ খান, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুনিম জাহিদী কেরল, ট্রেজারার গোলাম রব্বানী আহাদ রুহি, জয়েন্ট ট্রেজারার সাইদুল ইসলাম খালেদ, অর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু এসিস্টেন্ট সেক্রেটার ইসলাম উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, পাবলিক রিলেশন সেক্রেটারি ডঃ জাকির খান, সহকারী পাবলিক রিলেশন সেক্রেটারি কাউন্সিল আবু মিয়া সেলিম, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি ডঃ সৈয়দ মাসুক আহমদ, ওমেন্স এফেয়ার সেক্রেটারি পলি রহমান।

কার্যকরী নির্বাহী কমিটির সদস্যরা হলেন- এনায়েতুর রহমান খান, এনামুল মুনিম শামীম লোদী, মারুফ আহমেদ চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন মোহাম্মদ আবুল লেইছ, ইব্রাহিম আলি খন্দকার, ফারুক মিয়া, মোহাম্মদ আবুল মিয়া, তৈমুছ আলী, কবির আহমেদ খলকু, মোস্তফা আহমেদ লাকি, এম আলাউদ্দিন, সুফি সুহেল আহমেদ, সৈয়দ রেজাউর রহমান খালেদ, হেলাল উদ্দিন, মতিউর রহমান খোকন।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন – প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন। উপদেষ্টা যথাক্রমে ইকবাল আহমেদ ওবিই, ওয়ালী তছর উদ্দিন এমবিই, শেখ জাবেদ রহমান চৌধুরী, একাউন্টেনট নাসির আলী শাহ , এম এ মুনিম ওবিই আকিক ফজলুর রহমান, এম এ মতিন, ড. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ।

সংগঠনের সদস্য বিশিষ্ট কন্ঠশিল্পী রুপি আমিন ও দিলরুবা চৌধুরীর সুললিত কন্ঠে বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ উপস্থিত সবাইকে আনন্দ দেয়।

হাসপাতালের পার্মানেন্ট ডোনার মেম্বারদের মাঝে আরো যারা উপস্থিত ছিলেন তারাা হলেন একাউন্টেন্ট রফিকুল হায়দার, মোহাম্মদ তালিব আলি, আশরাফ চৌধুরী জাহান মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, ওয়ারিছ আলী (আলিল) ফটো জার্নালিষ্ট এখলাছুর রহমান পাক্কু, আব্দুস সামাদ চৌধুরী সোহেল, জাহেদুর রহমান, গোলাম রসুল মুহি আহাদ, সামিয়া চৌধুরী, শামসুল জাকি স্বপন।

পরিশেষে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে আপ্যায়িত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ