চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে টাইব্রকারে হেরে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে বিদায় নিয়েছে। পেপ গার্দিওলার কমতি ছিল না চেষ্টায়। তাই এই হার নিয়ে কোনো রকম অনুশোচনা নেই সিটি কোচের।
অতিরিক্ত সময় পর্যন্তও ১-১ গোলে সমতায় ইতিহাদে এই ম্যাচে। ছিল এর আগে দুই দল প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। গতকাল সিটিজেনরা ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল নিজেদের মাঠ ইতিহাদে। ৩৩টি শট নিয়ে আশার মুখ দেখেছে ৯টি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। সব সময় বেশি বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি এবং আমরা সব রকম চেষ্টাই করেছি।’
অতিরিক্ত সময় পর্যন্তও ১-১ গোলে সমতায় ইতিহাদে এই ম্যাচে। ছিল এর আগে দুই দল প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। গতকাল সিটিজেনরা ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল নিজেদের মাঠ ইতিহাদে। ৩৩টি শট নিয়ে আশার মুখ দেখেছে ৯টি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। সব সময় বেশি বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি এবং আমরা সব রকম চেষ্টাই করেছি।’