ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।
কেট মিডলটন জানান, ক্যান্সার প্রাথমিক স্তরে আছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।
কেট মিডলটন অনেকটা জনসম্মুখের আড়ালে ছিল প্রায় দুই বছর ধরে। এ নিয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচার হওয়ায় বের হচ্ছেন না তিনি।
তবে শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানালেন ব্রিটিশ রাজবধূ। তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে তিনি কিছু জানাননি। আপাতত তার কেমেথোরাপি চলছে।
গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা গেছে ব্রিটেনের রাজ পরিবারের বধূ আক্রান্ত হয়েছেন ক্যান্সারে।
অবশ্য কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর এলো তারই পুত্রবধূ কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর।