এবার মালয়েশিয়া প্রবাসী চার ভাইয়ের উদ্যেগে যশোর ঝিকরগাছায় নির্মাণ হবে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন জামে মসজিদ।
জানা যায়,মালয়েশিয়া সুবাংজায়া রাজ্যে অবস্থিত নান্দনিক সৌন্দর্য্যমণ্ডিত মসজিদে আল ইরশাদের নকশা অনুসরণ করে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদটিতে একত্রে সহস্রাধিক মুসল্লি নামাজ বদায় করডে পারবেন। এখানে মহিলাদের জন্যও রয়েছে পর্দার আড়ালে আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা।
এছাড়াও এতে রয়েছে আধুনিক মানের বিশেষ সুবিধা সম্বলিত একাধিক ওযুখানা, গোসল খানা, টয়লেট, বৈঠক খানা, মুসাফির খানাসহ রয়েছে আরো নানা সুবিধা।
মঙ্গলবার (১৯ মার্চ) এই মডেল মসজিদ নির্মাণ উপলক্ষে চার প্রবাসী ব্যবসায়ী ভাই মো: জাফর খান, মইন খান, রাসেল খান ও রাজু খানের উদ্যেগে সুবাংজায়ায় সকল প্রবাসীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: মইন খান বলেন,‘মালয়েশিয়ার সুবাংজায়ায় অবস্থিত আল ইরশাদ মসজিদে মনোরম, পরিছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে আমরা প্রবাসীরা আত্মতৃপ্তি পাই। এতে আমরা চার ভাই উৎসাহিত হয়ে যশোর ঝিকরগাছায় একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করার স্বীদ্ধান্ত নিয়েছি, মসজিদ নির্মাণে আমরা প্রাথমিক ব্যয় নির্ধারণ করেছি অর্ধ কোটি টাকা যা পরবর্তীতে বাড়তেও পারে।’