হঠাৎ ওজন বাড়তে থাকলে কোনো ভাবেই অবহেলা করবেন না। বড় কোনও রোগের ইঙ্গিত হতে পারে এমন ওজন বৃদ্ধি। হতে পারে আপনার অজান্তেই শরীরে বাসা বেঁধেছে রোগ। আর সেই কারণেই শরীরে জমছে অতিরিক্ত মেদ। অনেক চেষ্টাতেও কমাতে পারছেন না ওজন।
এরকম হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কেননা এই অবহেলা হতে পারে আপনার বিপদ কারন। হঠাৎ ওজন অনেকটা বেড়ে গেলে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই নজরে রাখুন যে সম্ভাব্য কী কী কারণে ওজন বৃদ্ধি পেতে পারে।
চলুন কারণগুলো জেনে নেওয়া যাক-
নিয়ম না মেনে খাওয়ার ক্ষেত্রে , বিশেষ করে বেশি করে জাঙ্ক ফুড খেলে দ্রুত বাড়তে পারে আপনার ওজন ।
আপনার ওষুধ খাওয়াটাও হতে পারে ওজন বৃদ্ধির কারণ। নিয়মিত কিছু ওষুধ খেলে তার প্রভাবে ওজন বাড়তে পারে।
গবেষণা দেখাগেছে, ধূমপানের অভ্যাস ত্যাগ করলেও পরোক্ষে ওজন বৃদ্ধি পায়। কারণ সিগারেট খাওয়ার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করলে হতাশায় ভোগেন অনেকেই। আর মানসিক অবসাদে বেশি পরিমাণ খেয়ে ফেলতে পারেন আপনি। কারণ অনেকেরই ধারণা রয়েছে গুড ফুড গুড মুড। এই প্রবাদ অনেকাংশে সত্যি হলেও অনিয়মিত পরিমাণে খাওয়াদাওয়া করলে ওজন বৃদ্ধি পাবে।
বেশি তেলমশলা যুক্ত খাবার খেলেও ওজন বাড়তে পারে। তাই আপনার প্রতিদিনের মেনুতে খাবেন বাড়ির খাবার।
অনেক সময় বলা হয় টিভি দেখতে দেখতে বা কাজ করতে করতে খাবার খেলে অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায়, যা ওজন বৃদ্ধি করে।
যাদের ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রা রোগ রয়েছে, তাদেরও ওজন বৃদ্ধি পায়। কারণ রাতে ঘুম ভাঙলে অনেকেরই ফ্রিজ খুলে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এরকম অনিয়মিত ভাবে খাবার খেলে আপনার ওজন বাড়তে পারে।