বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ফুটবল ইভেন্টে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ান হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে গণিত বিভাগকে ৪-৫ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হওয়ার স্বাদ পেয়েছে দলটি।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোল শূন্য ড্র ছিলো। অতিরিক্ত ১০ মিনিটেও কোনো পক্ষে গোল হয়নি। পরে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। এতে ৪ গোল করে গণিত বিভাগ রানারআপ হয়। আর সমাজকর্ম বিভাগ ৫ গোল করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমবার ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের ক্যাম্পাস জুড়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে সমাজকর্ম বিভাগের।
তাদের এ বিজয়ের আনন্দ দেখে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীর আলমগীর অর্পণ ফেসবুক হোস্টে লিখেন, "সমাজ কর্ম বিভাগের বিজয় উল্লাস দেখে সত্যিই ভাল লাগতেছে। একটা বিজয় কতটা আনন্দের হতে পারে এদের দেখেই বোঝা যাচ্ছে গনিত বিভাগ (রানার আপ) জিতলে হয়তো ট্রফি পাইতো কিন্তু এই আনন্দ উল্লাস না। অভিনন্দন সবাইকে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।
এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, ফুটবল আয়েজন কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, ক্রীড়া ও শরীর চর্চা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, কমিটির সদস্য সচিব সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন
বশেফমুবিপ্রবিতে এবার ফুটবলে চ্যাম্পিয়ন সমাজকর্ম বিভাগ
- আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ১২:০৮:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ১২:২১:২১ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ