সিরিজ জয় নিশ্চিত করে আজ শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে ভারত। পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু মিডল অর্ডারে আট রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দুইশ’ রানের পরই অলআউট হয়েছে সফরকারীরা। জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং করে রান নাগালে এনে দিন শেষ করেছে ভারত। জদিও চতুর্থ টেস্ট শেষেই ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) ধর্মশালায় পঞ্চম টেস্টের শুরুটা ছিল ভালোই। তবে ৬৪ রানে প্রথম এবং ১০০ রানে দ্বিতীয় উইকেট এরপর ১৭৫ রান থেকে ১৮৩ রানের মধ্যে ৮ উইকেট ও ২১৮ রানে অলআউট হারিয়ে মোট ২১৮ রান সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। আর তাতে এগিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে ভারত। ভারতের পক্ষে কুলদীপ যাদব এবং রবীচন্দ্রন অশ্বিন নেন সম্মলিতভাবে ৯ উইকেট।
ভারত মাত্র ৩০ ওভার ব্যাট করে ১৩৫ রান করেছে। ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৮ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫৭ রান করে আউট হন। রোহিত শর্মা ৮৩ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা আসে। ভারতীয় অধিনায়কের সঙ্গে দিন শেষ করা শুভমন গিল ৩৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ভারত ৮৩ রানে পিছিয়ে আছে। এর আগে ভারতের হয়ে ৫ উইকেট নেন বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। অভিজ্ঞ অফ স্পিনার রবিশচন্দন অশ্বিন দখল করেন ৪ উইকেট।
শেষ ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের নিয়ন্ত্রণে টেস্ট
- আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৮:৩৭:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:১২:৫২ অপরাহ্ন

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ